রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে নগদ অর্থ ও বীজ-সার বিতরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবং আমন আবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষে এ প্রণোদনা দেওয়া হয়।
২৪ অক্টোবর ২০২৪ , বৃহস্প্রতিবার সকালে কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম সহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শত কৃষকের প্রত্যেককে ৮ ধরনের শীতকালীন হাইব্রিড সবজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি, ও নগদ সহায়তা হিসেবে বিকাশের মাধ্যমে ১ হাজার টাকা বিতরণ করা হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকজন কৃষক বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে প্লাবিত হয়ে উপজেলার বেশ কয়েতটি ফসলি মাঠ তলিয়ে যায়। সপ্তাহ দু-এক আগে রোপণ করা ধানের চারা ও বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলে এসব মাঠে আবারও চাষাবাদ শুরু হয়। নতুন করে ফসল ফলাতে সরকারের এ প্রণোদনা সঠিক প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছলে তাদের অনেক উপকার হবে।
রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান বলেন, এবারের ঢলে উপজেলার ফেনীর কুল, সদু কার্বারী পাড়া ও রামগড় পাথর সহ কয়েকটি ফসলি এলাকায় কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়। ১০ হেক্টর রোপা আউশ, ১৯৬ হেক্টর আমন ও শরৎকালীন সবজি ২৫ হেক্টর ক্ষতিগ্রস্থ হয়। টাকার অঙ্কে কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৩ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা। তবে বন্যার এই ক্ষতি পুষিয়ে নিতে এ উপজেলার ৫শ ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে।