Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে পাঁচ ইটভাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড়,খাগড়াছড়ি :
জেলার রামগড়ে অবৈধভাবে ইটভাটা কার্যক্রম পরিচালনা করার দায়ে ফের জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

 

১০ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচটি ইট ভাটার প্রত্যেকটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

এর আগে গত ২০ জানুয়ারী উপজেলার পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে প্রত্যেক ভাটা মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

 

ইট ভাটাগুলো হল, আপন ব্রিকস, মেঘনা ব্রিকস, নুরজাহান ব্রিকস, হাজেরা ব্রিকস ও নুরুল ইসলাম ব্রিকস।

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন জানান, দীর্ঘদিন বৈধ কাগজ পত্র ছাড়াই ভাটাগুলোর কার্যক্রম চলছিলো। আজ অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪ লংঘন করায় ধারা ১৪ অনুযায়ী প্রতিটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এ সময় পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বন বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button