Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে নোটারির মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্য বিয়ের চেষ্টা

দুই পক্ষকে জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি  :
খাগড়াছড়ির রামগড়ে নোটারী পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্য বিয়ের চেষ্টার অভিযোগে এক মেয়ে (১৭) এর বাল্য বিবাহ বন্ধ করে দুই পক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

১২ সেপ্টেম্বর ২০২৫ , শুক্রবার বিকেলে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেছেন।

 

 

 

তিনি জানান, খাগড়াছড়ির জেলা প্রশাসক স্যারের নির্দেশে উপজেলার থলিবাড়ি গ্রামে বাল্য বিয়ের আয়োজন চলছে এমন নির্দেশনা পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়িতে বর ও কনে পক্ষের লোকজন থাকলেও পালিয়ে যান বিয়ের আয়োজক বর ও কনের বাবা। কাগজপত্র যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া গেলে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী পৃথক দুই মামলায় মেয়ের নানা আবুল হাশেমকে ৫০ হাজার এবং ছেলের ভাই মোঃ মনির হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। একই সঙ্গে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে তারা মুচলেকা দেন।

 

 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, তথ্য গোপন করে নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়ানো হলেও তা আইনসিদ্ধ নয়। অভিভাবকদের অনেকেই বিষয়টি জানেন না। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

 

Related Articles

Back to top button