Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

রাঙ্গামাটির রাজস্থলী পাহাড়ে আধিপত্য বিস্তারে আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলি

স্টাফ রিপোর্টার ,রাঙ্গামাটি
জেলার কাপ্তাই উপজেলার শেষ প্রান্ত বাঙ্গাল হালিয়ার পার্শ্ববর্তী রাজস্থলীতে পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের আধিপত্য বিস্তারে দুই ঘণ্টা ধরে গোলাগুলি হয়েছে। এতে হতাহতের আশঙ্কা করছে গ্রাম বাসীরা ।

 

২০ জানুয়ারি ২০২৪ শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি বাঙ্গাল হালিয়া আগা পাড়া ম্রংখ্য এলাকায় ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

 

স্থানীয়রা জানায়, পাহাড়ি দুটি আঞ্চলিক সংগঠন জেএসএস সন্ত লারমা নেতৃত্বাধীন (জেএসএস) অনুমানিক ৭০ জনের একটি সঙ্ঘবদ্ধ দলের সাথে এম এন পি (মগ পার্টি) সঙ্গে দুই ঘণ্টা ধরে প্রায় ১ হাজার রাউন্ডে গুলির বিনিময় হয়েছে। অন্তঃকোন্দল এবং এলাকার অধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে । সকালে পাহাড়ি এলাকা পেড়িয়ে গোপন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে ওই এলাকায় অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

 

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম ঘটনা সত্যতা স্বীকার করে  বলেন, সকালে বাঙ্গাল হালিয়া ইউনিয়ন নাইক্যছড়া আগাপাড়া ম্রংখ্য পাড়া এলাকায় আঞ্চলিক দুইটি দলের মধ্যে বেশ কিছু গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের খবর এখানো পাওয়া যায়নি। ঘটনাস্থল এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থল থেকে আসার পর হতাহতের বিষয়ে জানা যাবে।

Related Articles

Back to top button