Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

রাঙামাটির কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার , রাঙ্গামাটি :
রাঙামাটির কাপ্তাই নতুন বাজার এলাকার তিনতলা ভবনের একটি কক্ষের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের সংবাদ পাওয়া গেছে।

 

 

কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা জানায় , কাপ্তাই নতুন বাজারে অবস্থিত মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেনের নিজস্ব তিনতলা ভবনের ৩য় তলায় ওই শিক্ষার্থী ভাড়া থাকতো। ৯৯৯ এ ফোন পেয়ে মঙ্গলবার ৯ এপ্রিল সকাল প্রায় সাড়ে আটটার দিকে নতুন বাজার এলাকায় ঘটনাস্থলে পৌঁছে বন্ধ কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রুমের টিনের ছাদের সিলিংয়ের চৌকাঠের সাথে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

 

পরে জাহিদ হাসান জয় নামের মৃত দেহটির সুরতহাল গ্রহন শেষে ভাড়া বাসার পক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে কাপ্তাই থানায় নিয়ে যাওয়া হয়।

 

বিএসপিআই এর অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার জানান, মৃতদেহটি বিএসপিআই’র মেকানিক্যাল ডিপার্টমেন্টের শেষ বর্ষের ১ম শিফটে অধ্যয়নরত শিক্ষার্থী জাহিদ হাসান জয় (২২)। সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের দত্ত পাড়ার মোহাম্মদ দুলাল উদ্দিন ও মোসাম্মৎ তাহেরা খাতুন সন্তান ।

 

 

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম জানান, লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রেখে আইনাগত প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি নিশ্চিত করেন।

Related Articles

Back to top button