সারাদেশ

মুসলিমদের ওপর বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে মেদিনী মণ্ডলে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
গাজায় নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উত্তাল হয়ে ওঠে এলাকাবাসী।

 

 

উত্তর জসলদিয়া মাঝি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শিমুলতলা ঘুরে কবুতর খোলা বাজারে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। এতে অংশ নেন এলাকার শত শত সাধারণ মুসল্লি ও যুব সমাজ।

 

বিক্ষোভে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা মুঞ্জুরুল হোসাইন পান্টু মাঝি,বাহার উদ্দিন বাহার, যুবনেতা, জিএম মিঠু, জাকির হোসেন জনি মাঝি এবং মুজাহিদুর রহমান মাঝি।

 

সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ ব্যক্তি আনোয়ার মাস্টার,বাহার উদ্দিন বাহার সহ আরও অনেকে।

 

বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর বর্বর হামলা বন্ধ করতে হবে। মুসলিম বিশ্বকে এক হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

 

বিক্ষোভটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন জিএম মিঠু ও জাকির হোসেন জনি মাঝি।

Related Articles

Back to top button