স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী ও শ্যামশিদ্দি ইউনিয়নের গাদীঘাট গ্রামের সিরাজ মুন্সির ছেলে রমজানের লাশ শ্রীনগর খাল থেকে উদ্ধার করে থানা পুলিশ।
নিখোঁজের ৪৮ ঘন্টা পর উপজেলা পরিষদের ৫০০ গজ উত্তরে শ্রীনগর খাল থেকে বস্তাবন্দী ভাসমান অবস্থায় পাওয়া যায়।
হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় লাশ খালে ভাসতে দেখে পথচারীরা শ্রীনগর থানা পুলিশকে জানালে পরবর্তীতে থানা পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেন
স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার(২৫ নভেম্বর) দুপুর থেকে রমজান(৪২)নিখোঁজ ছিল।অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান না পেয়ে রাতে শ্রীনগর থানায় একটি মিসিং ডাইরি দায়ের করেন নিহতের স্ত্রী নাজমা বেগম।
নিহতের চাচাতো ভাই আদিল বলেন গত মঙ্গলবার(২৬ নভেম্বর)রাতে সিংগাপুর যাওয়ার কথা ছিল।
নিহতের স্ত্রী নাজমা বেগম বলেন সোমবার সকালে বাড়ি থেকে শ্রীনগর বাজারের কথা বলে বের হয়,অনেক সময় অতিবাহিত হওয়ার পর তার মোবাইলে ফোন দিলে ফোন সুইচ অফ বলে।অনেক খোঁজাখুজির পর মিসিং ডায়েরি করি।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান লাশ বর্তমানে তাদের হেফাজতে রয়েছে ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক ঘটনা সম্পর্কে জানা যাবে।