রাজনীতিসারাদেশ

মুন্সিগঞ্জ -১ ; স্বাধীনতার পর স্বপ্ন পূরণ সিরাজদিখান বাসির

অধীর রাজবংশী,শ্রীনগর ,মুন্সিগঞ্জ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম মুন্সিগঞ্জে স্বাধীনতার পর স্বপ্ন পূরণ সিরাজদিখান বাসির, মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিপুল ভোটে নৌকা প্রতীকের প্রার্থী মহি উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।

 

৯৫ হাজার ৮শ ৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী হাজী মহিউদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৫শ ৪০ ভোট। শ্রীনগর-সিরাজদিখান উপজেলা নিয়ে মুন্সিগঞ্জ-১, শ্রীনগর উপজেলা অসংখ্য বার সংসদ সদস্য নির্বাচিত হলেও স্বাধীনতার পর এই প্রথম সিরাজদিখান বাসির স্বপ্ন পূরণ হলো।

 

৭ জানুয়ারী ২০২৪ রবিবার রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু জাফর রিপন।

 

২৮ টি ইউনিয়নের ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৮৬। ১ লাখ ৯২ হাজার ৫৬৭ নির্বাচনে ভোট পড়েছে।

মুন্সিগঞ্জ-১ আসনে সংসদ সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। মাহি বদরুদ্দোজা চৌধুরী কুলা প্রতীকে ১৭ হাজার ৯৩৩ ভোট, সোনালী আশ প্রতীকে অন্তরা সেলিমা হুদা পেয়েছেন ৬ হাজার ৩৩৭ ভোট।

Related Articles

Back to top button