দুর্ঘটনাসারাদেশ

মুন্সিগঞ্জ ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে মাহিন্দ্রার পেছনে অটোর ধাক্কা

আহত ৩

স্টাফ রিপোর্টার , মুন্সিগঞ্জ :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেউটচিড়া এলাকায় মাহিন্দ্রার পেছনে অটোরিকশার ধাক্কায় তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮ঃ৩০ঘটিকায় সার্ভিস রোডে দুর্ঘটনা ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি শেষ হয়ে যাওয়ায় একটি মাহিন্দ্র গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় হাসাড়ামুখী দ্রুতগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রার পেছনে ধাক্কা মারে। এতে অটোরিকশার তিনজন যাত্রী গুরুতর আহত হন।

 

শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে গুরুতর অবস্থায় অটোর চালক জাহাঙ্গীর কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

 

আহতরা সবাই অটোর যাত্রী ছিলেন বলে জানান ফায়ার স্টেশন এর কর্মকর্তা দেওয়ান আজাদ ।

Related Articles

Back to top button