Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে হারানো ঐতিহ্য ফেরাতে ঘুড়ি উৎসব

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম :
গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের অন্যতম একটি ঘুড়ি। কালের বিবর্তনে এই ঐতিহ্য অনেকটা হারাতে বসেছে। হারানো এই ঐতিহ্যকে ফেরাতে তীব্র তাপদাহকে উপেক্ষা করে মিরসরাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব।

 

 

বুধবার (১ মে) বিকাল ৩ টায় মিরসরাই ক্যাফের উদ্যোগে ক্যাফে সংলগ্ন ফসলি মাঠে আয়োজিত ঘুড়ি উৎসবে বিভিন্ন ধরনের বাহারি ঘুড়ি নিয়ে উৎসবে অংশ নেন বিভিন্নং স্থান থেকে আসা অর্ধশত কিশোর-যুবক।

 

অংশগ্রহণকারী প্রতিযোগীদের নানা ধরনের চমকপ্রদ ঘুড়ি প্রদর্শনের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঘুড়ি উৎসব দেখতে ঢল নামে বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষের। প্রদর্শিত ঘুড়ির মধ্যে ছিল, বক্স ঘুড়ি, হন ঘুড়ি, তেলেঙ্গা, দুয়ারিয়া  ঘুড়ি, পঙ্খিরাজ ঘুড়ি, তারা ঘুড়ি, ড্রাগন ঘুড়ি, প্রজাপতি ঘুড়ি, ঈগল ঘুড়িসহ নানা ধরনের বাহারি আকৃতির ঘুড়ি।

প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ উচ্চতা ক্যাটাগরিতে বিজয়ী হন মোহাম্মদ নাজমুল হাসান হন, সৌন্দর্য বর্ধন ক্যাটাগরিতে বিজয়ী হোন মোহাম্মদ নাজমুল ইসলাম নোবেল চার বক্স ঘুড়ি নিয়ে। বিজয়ী এবং তার সাথে পরিবারের ৫জন সদস্যকে মিরসরাই ক্যাপেতে ফ্রি মেজবানী খাওয়ার কুপন তুলে দেওয়া হয়।

 

ঘুড়ি উৎসব দেখতে আসা ষাটোর্দ্ধ তাহের আলী বলেন, মিরসরাই ক্যাফের আয়োজনে ঘুড়ি উৎসব দেখে সেই শৈশবের স্মৃতি মনে পড়ে। তখনকার সময় আমরা নানা ধরনের ঘুড়ি উড়াতাম বর্তমানে তা খুব কম সংখ্যক দেখা যায়। দীর্ঘদিন পর আবারো দেখলাম। এজন্য আয়োজককে ধন্যবাদ জানাই।

মিরসরাই ক্যাফের স্বত্বাধিকার সাফাত ইশতিয়াক বলেন, গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে শিশু-কিশোরদের সাথে পরিচয় করিয়ে দিতে আমরা বিভিন্ন ধরনের গ্রামীণ উৎসবের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এই ঘুড়ি উৎসবের আয়োজন করি।

Related Articles

Back to top button