Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতি
মিরসরাইয়ে ফসলী জমির টপসয়েল কাটায় ৭ দিনের কারাদণ্ড
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম :
ফসলী জমির টপসয়েল কাটায় মিরসরাইয়ে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামে এই অভিযান চালায় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মুরাদ উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের গেড়ামারা গ্রামের হানিফের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) জানান, সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কৃষি জমির টপ সয়েল কেটে বিনষ্ট করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ।