মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতা আহত

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের হাজীশ্বরাই তার গ্রামের বাড়ির পাশে মস্তান নগর এলাকায় দুর্বৃত্তরা মোটর সাইকেল যোগে এসে গুলি ছুঁড়ে চলে যায়। গুলিবিদ্ধ রাজিব অমল বাবু নামে এক ব্যক্তির মোটর সাইকেলের পেছনে বসেছিলেন। দুর্বৃত্তদের ছোড়া গুলি অমলের পায়েও লাগে এবং রাজিবের কোমরের দুই পাশে দুইটি গুলি লাগে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় রাজিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুলিবিদ্ধ অনির্বাণ চৌধুরীর চাচাতো ভাই সঞ্জয় চৌধুরী বলেন, ‘রাজিব উপজেলার মস্তান নগর বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডা শেষে অমল পাল নামের এক প্রতিবেশীর সঙ্গে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি মোটর সাইকেলে থাকা দুই দুর্বৃত্ত পরপর তিনটি গুলি করেন। দুটি গুলি অনির্বাণ চৌধুরীর গায়ে লাগে ও আরেকটি গুলি অমল পালের ডান হাতের কনুই ছুঁয়ে যায়।’
উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও ছাত্রদল নেতা মোহন দে বলেন, ‘গুলিবিদ্ধ অর্ণিবান চৌধুরী রাজীবের শরীর থেকে প্রথম দফায় অস্ত্রোপচারের মাধ্যমে একটি গুলি অপসারণ করা হয়েছে। আজ (রবিবার) সন্ধ্যায় ৭টায় অস্ত্রোপচারের মাধ্যমে আরেকটি গুলি বের করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আপাতত তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহিম ফেরদৌস বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টায় রাজিবকে হাসপাতালে আনা হয়। তার পিঠে কোমরের দুই পাশে দুটি গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, ‘খবর পেয়ে রাতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় পুলিশ কাজ করছে। এখনো পর্যন্ত পরিবারের লোকজন কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।