সারাদেশ

মাহে রমজানের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে নোয়াখালীতে মানবসেবা ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার ,নোয়াখালী :
নোয়াখালীতে পবিত্র মাহে রমজানের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও ইফতার ও ঈদ সামগ্রী নিয়ে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়িয়েছে সেনবাগের অন্যতম সামাজিক সংগঠন সওদাগর পাড়া মানবসেবা ফাউন্ডেশন।

 

সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর আবদুল হক সওদাগর বাড়িতে শুক্রবার দুস্থ-অসহায় মানুষের হাতে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এছাড়াও পবিত্র মাহে রমজানের শুরু থেকে ফোন পেলেই খাদ্য সামগ্রী নিয়ে দুস্থ-অসহায় মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

প্রবাসী মো. ছালাউদ্দিন সানির সহযোগিতায় ফাউন্ডেশনের সভাপতি মো. বাহার মিয়া সওদাগর এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেন।

 

এ সময় মো. ফিরোজ আলম রুবেল ও মো. হৃদয়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্ঠা গোলাম সারোয়ার, ছায়েদল হক মিয়া, আবুল কালাম আজাদ, সোলেমান বাদশা বাবুল, আবু নাছের চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।

 

ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সওদাগর পাড়া মানবসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয় মানব কল্যাণে। এই সংগঠনের উদ্যোগে প্রতিবছর তাফসীরুল কোরআন মাহফিল, বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, অসহায় মেয়েদের বিয়ের আয়োজন, শীতবস্ত্র বিতরণ, মসজিদ-মাদ্রাসায় আর্থিক সহযোগিতা, শিক্ষা সামগ্রী বিতরণ, গ্রামের কাঁচা সড়ক মেরামতসহ যাবতীয় সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এবার রমজানের শুরু থেকে গ্রামের অসহায়-দুস্থ মানুষের ফোন পেয়ে তাদেরকে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী সহযোগিতা দিয়ে আসছে সংগঠনটি। মানবকল্যাণে সংগঠনের এসব মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

 

অনুষ্ঠানে দুই শতাধিক হতদরিদ্র পরিবারকে চাউল, সয়াবিন তৈল, ট্যাংক, দুধ, শেমাই, বাদাম, ছোলাবুট, খেজুর, মুড়ি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Back to top button