Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

মানিক ছড়িতে সেনা অভিযানে চোরাই কাঠ আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলায় বিপুল পরিমান চোরাই কাঠ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

২০ মার্চ ২০২২ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৩ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারি সিন্ধুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মাহবুবুল বারী’র নেতৃত্বে একটি সেনা দল উপজেলার সি এন্ড বি সংলগ্ন মোঃ আলী হোসেন এর স- মিলে অভিযান পরিচালনা করেন। চোরাই কাঠ পাচারকারী চক্রের সদস্যরা অবৈধ ভাবে কাঠ নিয়ে যাওয়ার পূর্ব মুহুর্তে সেখানে কাঠ জড়ো করে মর্মে সেনাবাহিনীর কাছে খবর আসে। সেখানে অভিযান চালিয়ে প্রায় দুইশ ফুট (সেগুন,বাবলা,গামারি) কাঠ জব্দ করে বন বিভাগের কাছে কাছে হস্তান্তর করা হয়।

মানিকছড়িতে চোরাই কাঠ আটক
ছবি-মানিকছড়ি প্রতিবেদক

উপজেলা বন কর্মকর্তা উহ্লামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জব্ধকৃত কাঠের বর্তমান আনুমানিক বাজার মুল্য প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা ।জব্দকৃত কাঠের মালিক গন হলেন মোঃ বেলাল হোসেন (৪৫) পিতাঃ কাদের হোসেন(৭৫) ও মোঃ কামাল হোসেন (৫০), পিতাঃ মৃত,আব্দুল গফফার(৭৮) সর্ব সাং গচ্ছাবিল। বর্তমানে কাঠ গুলো বন বিভাগের আওতায় আছে।

Related Articles

Back to top button