Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজারে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে মানহীন ফাস্টফুড খাদ্য উৎপাদনে ‘বাবা ভান্ডারী বেকারী’কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
উপজেলার তিনটহরী বাজারের দক্ষিণাংশে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ঘেঁষে গড়ে উঠা ‘বাবা ভান্ডারী বেকারী’তে অস্বাস্থ্যকর ও দুর্গন্ধ যুক্ত পরিবেশে বিস্কুট,খোলা কেক, বনরুটি, পাউরুটি তৈরি করে বাজার জাত করার অভিযোগে ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী অভিযান পরিচালনা করেন। এ সময় “বাবা ভান্ডারী বেকারীর পরিচালক মো. সাদ্দাম হোসেন (২৮) পিতা- জানের মিয়াকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়।