মানিকছড়িতে ভারতীয় কসমেটিকস সহ ৪ জন আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়ইতলী ব্রীজ থেকে একটি সাদা রংয়ের প্রাইভেটকার তল্লাশি চালিয়ে তিন কার্টুন ভারতীয় কসমেটিকস সহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বড়ইতলী এলাকায় আঞ্চলিক সড়কে একটি সাদা রংয়ের প্রাইভেটকারের গতি সন্দেহ হলে থানার মোবাইল টিম গাড়ীর গতিরোধ করে তাতে তল্লাশি করে ৩কার্টুন ভারতীয় কসমেটিকস উদ্ধার করে। এ সময় চালক সহ ৪ পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ফেনী জেলার পূর্ব সুলতান পুরের রফিকুল আলম ভুঁইয়ার পুত্র মো.নূর হোসাইন ভূঞা প্রকাশ রিপন (৪৫), নোয়াখালী জেলার পশ্চিম সাহাপুর গ্রামের মৃত্যু মোহাম্মদ উল্লাহ’র পুত্র মো. মেজবা উদ্দিন (৫২) ও একই গ্রামের মৃত- জাফর আহম্মেদ এর পুত্র গোলাম কবীর প্রকাশ কামাল (৫২) এবং চট্টগ্রাম সিএমপি এলাকার মৃত আবুল কালামের পুত্র মো. ইসমাইল (৫১)।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত অবৈধ ভারতীয় কসমেটিকস ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের ২৮ জানুয়ারী রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।