মানিকছড়িতে কৃষি প্রণোদনা বিতরণ ও জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক , মানিকছড়ি , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জেলা পরিষদ ও কৃষি বিভাগের উদ্যোগে ৮০০ কৃষক-কৃষাণীর মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।
১ নভেম্বর ২০২৩ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
এ সময় জেলা পরিষদের উদ্যোগে ৫০০ জন কৃষক-কৃষাণীকে ৮ ধরণের লাউ, বেগুন, শিম, মুলা, বরবটি, পালংশাক, লালশাক, কলমি শাক সবজি বীজ এবং কৃষি বিভাগের উদ্যোগে প্রণোদনা হিসেবে ২৮০ জনকে সরিষা, ভূট্টা, সূর্যমূখী, চীনা বাদাম ও প্রয়োজনীয় সার বিনা মূল্যে বিতরণ করা হয়।
এ ছাড়া জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন উপলক্ষে শ্রেষ্ট ইঁদুর নিধনকারী মো. রমিজ আলীকে পুরস্কার প্রদান করা হয়।
অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহিউদ্দিন আহমদ সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।