মানিকছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,মানিকছড়ি , খাগড়াছড়ি :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ৮ মে। ফলে ১৫ এপ্রিল মনোনয়ন পত্রের হার্ড কপি জমার শেষ দিনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও পুরুষ ভাইস,চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৫ এপ্রিল সোমবার সকাল ১০ টায় উপজেলার চার ইউনিয়নের শতশত দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উৎসব মুখর পরিবেশে মোটর সাইকেল বহর নিয়ে দলীয় অফিস ও উপজেলা অডিটোরিয়াম চত্বরে জমায়েত হয়।
এ সময় উপজেলা আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনদের সাথে নিয়ে দ্বিতীয় বার চেয়ারম্যান হওয়ার আশায় মনোনয়ন পত্রের হার্ড কপি দাখিল করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও বিকেলে মো. আবদুল হামিদ নামের একজনও চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্রের হার্ড কপি জমা দেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার ও আ.লীগ নেত্রী নূর জাহান আফরিন লাকি।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মনোনয়নপত্র দাখিল করেন ,পার্বত্য নাগরিক পরিষদ নেতা ও সংবাদকর্মী মো. মোক্তাদির হোসেন ,উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ জাহেদুল আলম মাসুদ, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়।
সকালে মনোনয়ন পত্রের হার্ড কপি জমা শেষে উপজেলা অডিটরিয়ামে চত্বরে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে উপজেলা আ. লীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বর্তমান সরকারের উন্নয়ন চলমান রেখে স্মার্ট মানিকছড়ি গড়ার লক্ষ্যে আবারও উপজেলাবাসীর ভালোবাসা, দোয়া ও আর্শিবাদ প্রত্যাশা করছি। আমি সবাইকে নিয়ে মডেল ও স্মার্ট উপজেলা গড়তে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগ নেতা এম.এ. রাজ্জাক, মো. আবুল কালাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সহ-সভাপতি মো. শফিকুর রহমান ফারুক, বিশিষ্ট শিল্পপতি মো. হাফিজ আহমেদসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আ. লীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।