মানিকছড়ি পূজামন্ডপ পরিদর্শন ও উপহার প্রদান করেন সেনা জোন
মোঃ মোকতাদের হোসেন, মানিকছড়ি, খাগড়াছড়ি :
মানিকছড়ি উপজেলার ০৪টি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন সিন্দুকছড়ি জোন কমান্ডার।
১১ অক্টোবর ২৪ ,শুক্রবার বিকালে মানিকছড়ি উপজেলাধীন বাজারস্থ শ্রী শ্রী রাজ শ্যামা কেন্দ্রীয় কালী মন্দির, তিনটহরী শ্রী শ্রী সার্বজনীন দুর্গামন্দির এক সত্যাপাড়া শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির ও তিন টহড়ি বড় ডুলু অদৈত্ব অচুত্য ধাম পুজা মন্ডপ পরিদর্শন করেন ০৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।
এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাবুবুল বারি। পূজা পরিচালনা কমিটির বাবুল দেওয়ানজি ওমর দত্ত প্রমূখ।
পরিদর্শন কালে জোন কমান্ডার মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পূজা মন্ডপ কমিটির সদস্যদের সাথে কথাবার্তা বলেন। কমিটির সদস্যরা নিরাপত্তার বিষয় নিয়ে সন্তষ্টি প্রকাশ করেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত সবাইকে সতর্কতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে বাজারস্থ শ্রী শ্রী রাজ শ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরে নগদ দশ হাজার টাকা, তিনটহরী শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরে দশ হাজার টাকা, এক সত্যাপাড়া শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরে দশ হাজার টাকা ও তিনটহড়ি বড়ডুলু অদৈত্ব অচুত্য ধাম পুজা মন্ডপে দশ হাজার টাকা সর্বমোট ০৪টি পুজা মন্ডপে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা শুভেচ্ছা উপহার প্রদান করেন।