Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে ভূমি বিরোধে মৎস্যদল নেতাসহ স্ত্রীকে কুপিয়ে জখম

মানিকছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলায় উপজেলা মৎস্যদলের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, অবস্থার অবনতি হলে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

 

 

রবিবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত শাহআলমের পরিবারের অভিযোগ, খাগড়াছড়ি জেলার সাবেক মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তারের বোন জামাই মোঃ শিপন পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালান।

 

 

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে কথা-কাটাকাটির এক পর্যায়ে মোঃ শিপন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শাহআলমের মাথায় কোপ দেন। এতে তাঁর মাথা ও হাতে গুরুতর জখম হয় এবং মাথা ও হাতে একাধিক সেলাই দিতে হয়েছে। শাহআলমকে রক্ষা করতে গেলে তাঁর স্ত্রীর হাতের তিনটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

 

আহতদের স্বজনরা আরও জানান, ঘটনার আগে থেকেই মোঃ শিপন ও তাঁর ভাতিজা টিপু সুলতান (নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক) শাহআলমকে মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

 

 

হামলার পর অভিযুক্ত মোঃ শিপন ও তাঁর স্ত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে আহত শাহআলমের পরিবার।

Related Articles

Back to top button