Breakingদুর্ঘটনাসারাদেশ

মানিকগঞ্জে ১০ দোকান ভস্মীভূত

মানিকগঞ্জ :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট ডাক-বাংলোর দক্ষিণে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও কয়েকটি বাড়িঘর পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

 

১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে শিবালয় নবগ্রাম ষ্টেশনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে।

 

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৫টি লেপ-তোষকের দোকান , ৩টি ঔষুধের দোকান ও পাশ্ববর্তী কাঠের গুদাম পুড়ে গেছে। স্থানীয়দের সাথে ফায়ার সার্ভিসের দলটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুণ নিযন্ত্রণে আনে। ততক্ষণে বেশ কয়েকটি দোকান-ঘর পুড়ে গেছে।

 

লেপ-তোষকের কারিগর তসলিম হোসেন জানান, আগুনে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাসা থেকে ঘটনাস্থলে আসা পর্যন্ত দোকানের সবকিছুর পুড়ে ছাই হয়ে যায়।

 

আরিচা বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন জানান, ঘটনার পর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

মানিকগঞ্জ ফায়াস সার্ভিসের সহকারি পরিচালক আব্দুল হামিদ গণ মাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে।

Related Articles

Back to top button