মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের চিকিৎসা সেবা প্রদান

ওসমান গনি, দীঘিনালা , খাগড়াছড়ি :
শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং আত্মমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে ধারাবাহিকভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ বেংগলের ব্যবস্থাপনায় ২নং বোয়ালখালী ইউনি য়নের ৩নং ওয়ার্ডের আশেপাশে দূর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
৮ ডিসেম্বর ২০২৫ , সোমবার সকাল ৯ টায় বব্রুবাহণ হেডম্যান পাড়ায় প্রায় চিকিৎসা সেবা বঞ্চিত পাহাড়ি সম্প্রদায়ের গরিব অসহায় মানুষের মাঝে এ সেবা প্রদান করা হয়।
দীঘিনালা সেনা জোন মেডিকেল অফিসার (আরএমও) মো. শায়খ উদ্দিন সাকলাইন বলেন, “দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারুকের নির্দেশনায় দূর্গম এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ ধরনের সেবা অব্যাহত থাকবে। মেডিকেল ক্যাম্পে মোট ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা জলন্ত মোহন চাকমা( ৭৭) বলেন আমার অনেকদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছি টাকার অভাবে চিকিৎসা করতে পারেনি। সেনাবাহিনীর কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ পেয়ে আমি অনেক আনন্দিত। আমি সেনাবাহিনীকে অনেক আশীর্বাদ করি এই ধরনের মহৎ কাজ করার জন্য।
২ নং বোয়ালখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জ্ঞনপ্রিয় চাকমা বলেন,আমার এলাকার অধিকাংশ লোক পাহাড়ি জনগোষ্ঠী এবং অসহায় এবং গরিব অনেকেই টাকার অভাবে চিকিৎসা করতে পারে না । বাংলাদেশ সেনাবাহিনীর মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই মহৎ উদ্যোগের কারণে আমার এলাকার অনেক অসহায় রুগী চিকিৎসা সেবা পাচ্ছে ,সেজন্য আমি সেনাবাহিনীকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।




