Breakingঅপরাধখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

মাটিরাঙ্গায় ব্রীজ থেকে লাফিয়ে পড়ে শিক্ষকের আত্মহত্যা

চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি : জেলার মাটিরাঙ্গা উপজেলা সদরের ধলিয়া ব্রীজের উপর থেকে লাফিয়ে পড়ে মো. আইয়ুব আলী মজুমদার (৬৩) নামে এক অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন।

১৯ এপ্রিল ২০২২ইং মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী মজুমদার মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়নের কাইশ্যারামপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে সহ নাতী-নাতনি রেখে গেছেন। তার স্ত্রী আলেয়া বেগম মাটিরাঙ্গার পলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা হিসাবে কর্মরত আছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন মাটিরাঙ্গার দারুচ্ছুন্নাহ মাদরাসা জামে মসজিদ থেকে জোহরের নামাজ আদায় শেষে মসজিদের পাশে ধলিয়া ব্রীজের উপর থেকে লাফিয়ে শতাধিকফুট গভীরে পড়ে যান ঐ শিক্ষক। এ সময় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরন করেন।

এদিকে সেতু উপর থেকে সাবেক স্কুল শিক্ষকের লাফিয়ে আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে সেখানে তার ছাত্র-ছাত্রীসহ শতশত মানুষ ভীড় করে।

পরে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ থানা পুলিশকে জানালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোট ভাই মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৈয়ব আলী মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে তার বড় ভাই (মো. আইয়ুব আলী মজুমদার) মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্ত্রী স্কুলে গেলে তিনি প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যেতেন। এর আগেও কয়েকমাস আগে তিনি বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন। অনেক খোজাখুজির পর তাকে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, বিয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

Related Articles

Back to top button