Breakingকৃষিখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
মাটিরাংগায় উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজার জাতকরণ শীর্ষক প্রশিক্ষণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,মানিকছড়ি , খাগড়াছড়ি :
লীড খামারী ও ইনপুট বিক্রেতাদের হর্টিকালচার বিষয়ে উন্নততর প্রশিক্ষণের লক্ষ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( PKSF) এর সহযোগী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
২৬ নভেম্বর ২০২২ শনিবার মাটিরাঙায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় মাটিরাঙা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, আইডিএফ খাগড়াছড়ি জোনের যোনাল ম্যানেজার মোঃ শাহজাহান, ইস্পাহানী এগ্রো লিমিটেড এর পক্ষ হতে কৃষিবিদ জনাব সাজিদুজ্জামান খান, কাজী ফার্মস লিঃ এর পক্ষ হতে কৃষিবিদ মোঃ জাকারিয়া হোসেন শাহ উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণ এ লীড খামারী ও ইনপুট বিক্রেতাদের জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের উপকারিতা ও ব্যাবহার বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পিকেএসএফ এর প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ( ইফাদ) এর অর্থায়নে পিকেএসএফ এর মাধ্যমে সমগ্র দেশ ব্যাপি বাস্তবায়িত হচ্ছে।