Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

মহেশখালীতে প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মহেশখালী ,কক্সবাজার :
জেলার মহেশখালীতে মাদ্রাসায় ঢুকে শিক্ষক দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে মারা যান কুতুবজুম সুমাইয়া মাদ্রাসার এবতাদিয়া শাখার সুপার মৌলভী জিয়াউর রহমান (৪২)। একই সাথে নিহত শিক্ষকের স্ত্রী একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকাকেও ছুরিকাঘাত করা হয়েছে।

২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবজোম ইউনিয়নের তাজিয়া কাটার মাআদ্দুস সুব্বরো গোষ্ঠী ও লালাব্বরো গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে তাজিয়াকাটা মোহাম্মদীয়া স্বতন্ত্র এবতাদিয়া মাদ্রাসার এমপিওভুক্ত, কমিটি ও জমি দাতাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

গত ৩ মাস আগেও এ নিয়ে তাদের মধ্যেই মারামারির ঘটনা ঘটেছিল। উক্ত ঘটনার রেষ ধরেই লালাব্বরো গোষ্ঠীর আনছার, মোস্তাক বাবুল এবাদুল সহ কয়েকজন পুরুষ ও নারী মাদ্রাসা ক্যাম্পাসে এসে ক্লাস চলা কালিন সময়ে শিক্ষক দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। তাদেরকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্থানীয় শাহাব মিয়ার ছেলে মৌলভী জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার স্ত্রীকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থা অবনতি হলে সহকারী শিক্ষিকা রহিমা বেগমকে চট্টগ্রামে মেডিকাল হাসপাতালে প্রেরন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বাদশা জানান, একটি মাদ্রাসার বিরোধ নিয়ে দু পক্ষের মধ্যেই দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ ঘটনায় রেষ ধরে এই হামলার ঘটনা ঘটেছে।

নিহতের ভাই মো: মান্নান বলেন, লালাব্বরো গোষ্ঠীর আনছার, মোস্তক বাবুল সহ কয়েকজন পুরুষ ও নারী এসে দা-কিরিচ নিয়ে আমার ভাইকে হত্যা করে এবং আমার ভাবি কে মারাত্মক ভাবে জখম করে। তিনিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তারা পরিকল্পিত ভাবে মাদ্রাসায় ডুকে আমার ভাইকে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, একটি পরিবারকে শেষ করে দিতে এভাবে অস্ত্রহাতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।

এদিকে দিন দুপুরে মাদ্রাসায় ডুকে প্রধান শিক্ষক কে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো শিক্ষক সমাজে আতংক বিরাজ করছে, তারা দ্রুত এই হত্যাকান্ডের সুষ্টু বিচার দাবী করেন। ঘটনার পর পর ঘটনাস্থল পরির্দশন করে সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী সহ প্রশাসনের কর্মর্কতারা। অপর দিকে লাশ ময়না তদন্তের পর রাতে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, কুতুব জোমে শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

Related Articles

Back to top button