Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার- বিডি ক্লিন

চেঙ্গী দর্পন : পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বিডি ক্লিন খাগড়াছড়ির প্রথম সদস্য সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

২৭ (নভেম্বর ) বিকেল ৪ ঘটিকায় খাগড়াছড়ি শিল্প কলা একাডেমি হলরুমে এ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডি ক্লিন খাগড়াছড়ির সমন্বয় শাহাদাৎ হোসেন কায়েশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, প্রধান সমন্বয়ক ( ভারপ্রাপ্ত) বিডি ক্লিন ফারহানা মুক্তাদির, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি বিডি ক্লিন উপদেষ্টা বিশ্বজিৎ রায় দাশ,বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ ফরহাদ। বিডি ক্লিন নাটোরের সদস্য, বিডি ক্লিন চট্টগ্রামের সদস্যবৃন্দ, খাগড়াছড়ি জেলা ও উপজেলার সদস্যবৃন্দ গন।

এসময় বক্তরা বলেন, বিডি ক্লিনের উদ্যোগটি আসলেই মহৎ, কোন দেশ পারফেক্ট নয় পারফেক্ট করে নিতে হয়। এ দেশ আমার তাই এটাকে সুন্দর রাখার দায়িত্বও আমাদের।

Related Articles

Leave a Reply

Back to top button