
বোয়ালমারী,ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে দ্রুতগামী পিক-আপের চাপায় আক্কেল মোল্লা (৪৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
গুরুতর আহত হাসিব মোল্লা (২০) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আক্কেল মোল্লা মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৪) ভোরে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনায় জড়িত পিক-আপটি (ঢাকা মেট্রো ন-১৭-৯১৭৬) জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শ্রম বিক্রির উদ্দেশ্যে ৪/৫ জন শ্রমিক অটোভ্যানে করে বোয়ালমারীর দিকে যাচ্ছিল। পথে ময়না স্কুলের নিকটে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিক-আপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আক্কেল মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হাসিব মোল্লাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। জাহাঙ্গীর ও আকাশ নামে দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্ত্রী কোহিনূর বেগম বলেন, “আমাদের কোনো অভিযোগ নেই। মামলা করবো না। লাশ বাড়ি নেওয়ার জন্য আবেদন করেছি।”
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “পরিবারের পক্ষ থেকে আবেদন পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই চলেছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




