Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানরাজনীতিসারাদেশ

বান্দরবানে প্রতীক বরাদ্ধের ১৪ দিন পর জাতীয় পাটি প্রচারণা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি,বান্দরবান  :
বান্দরবানে থানচি উপজেলা প্রতীক বরাদ্ধের ১৪ দিন পর জাতীয় পাটি প্রচারণায় শুরু করেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ.টি.এম শহিদুল ইসলাম অবশেষে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন।

 

 

৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার বিকাল ৫টা থানচি বাজার ও বাজার ঘেষা বেশ কয়েকটি জনগুরুত্বপুর্ন স্থানে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।

 

লিফলেট বিতরণ ও মতবিনিময় শেষে থানচি বাজার প্রাঙ্গনের এক পথ সভায় সংসদ সদস্য পদপ্রার্থী শিক্ষাবিদ এ.টি.এম শহিদুল ইসলাম বলেন, গত ১৪/১৮ এর মতো নিশি রাতে ভোট হবে না। আমরা নির্বাচন সংশ্লিষ্ঠ সকল কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এবারে সুস্থ অবাধ নিরপেক্ষ, অংশগ্রহন মূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতারাং আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে হাজির হয়ে ভোট দিবেন। যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। যদি জাতীয় পাটি মনোনিত প্রার্থী বা লাঙ্গল মার্কা ভোট দেন তাহলে বান্দরবান ৩০০ আসনের কোন বেকার যুবক থাকবে না,তাদের খুজে ঘরে ঘরে বেকার যুবক দের চাকুরী ব্যবস্থা করে দেব। আমাদের নেতা হুসেন মুহাম্মদ এরশাদ দেশের জন্য অক্লান্ত শ্রম দিয়ে গেচ্ছেন ব্যাপক উন্নয়ন ও দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিয়েছিলেন। আমি যদি নির্বাচিত হয় তাহলে শান্তি,সমৃদ্ধি,উন্নয়ন সহ ব্যাপক ভাবে কাজ করে যাবো।

 

পথ সভা উপস্থিত বান্দরবান পার্বত্য জেলার জাতীয় পার্টি মূখ্যপাত্র মিজানুর রহমান আকন্দ, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি সাংগঠনিক এলাকার সভাপতি ছিলেন এম এ সামাদ, বান্দরবান পার্বত্য জেলা জাতীয়পার্টি সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, জাতীয় পার্টি লামা উপজেলা সভাপতি আবু হানিফ, আলীকদম উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জোসেন এিপুরা, বান্দরবান জাতীয় পার্টি যুব সংহতি আহবায়ক মোহাম্মদ ইউসূফ ও নির্বাচনি এজেন্ট ও মোহাম্মদ মিজানুর রহমান,মিন্টুসহ ১০-১২ জন নেতা কর্মী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, আওয়ামী লীগের নৌকার প্রতীকে ছয়-ছয়বার নির্বাচিত সাংসদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি’র প্রতিদ্বন্দী প্রার্থী হলেন এ.টি.এম শহিদুল ইসলাম।

 

এদিকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর বাহাদুর উশৈসিং পক্ষে গত ১৮ডিসেম্বর থেকে দুর্গম এলাকার আনাচে-কানাচে পাড়া-মহল্লায় নৌকার প্রচার-প্রচারণায় মহাব্যস্ততা মধ্যে সময় কাটছে- আওয়ামী ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

 

অপরদিকে রবিবার জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী এটিএম শহিদুল ইসলাম এই প্রথম থানচি উপজেলা আসলেন। দোকানে দোকানে গিয়ে ঘুরে হাত মিলিয়ে লাঙ্গল প্রতীকে ভোট চান তিনি। এসময় তাঁকে এক পলক দেখবার জন্য লিফলেট বিতরণের সময় লোকজন পাহাড়ী- বাঙালিরা ভীর জমায়।

Related Articles

Back to top button