বান্দরবানে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার ,বান্দরবান :
বান্দরবানের আলীকদম উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও ইয়াছমিন পারভীন তিবরীজি,জেলা প্রশাসক বান্দরবান।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি- র সভাপতিত্বে বঙ্গবন্ধু চত্বরে কৃষক সমাবেশে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সম রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকতা মেহরুবা ইসলাম, রফিকুল ইসলাম,উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বান্দরবান, মোজাম্মেহ হক বাহাদুর,সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, মোঃ নাজিম উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, দুংড়ি মং মার্মা, সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ স্থানীয় গন্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী অভিপ্রায় অনুসারে আগামী ২০৪১ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের এগিয়ে আসার তাগিত দিয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের আমলে কৃষকরা সকল প্রকার সার,বীজ,ন্যায্যমূল্যে পাচ্ছে। কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য সহজে বাজার জাত করার জন্য সরকার রাস্তা ঘাট উন্নয়ন করেছে।
এসময় কৃষক সমাবেশ ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমে শীত কালীন ভূট্টা ,সূর্যমূখী, সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।