Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিরাজনীতিসারাদেশ

বাঘাইছড়িতে জামায়াতের ওলামা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, বাঘাইছড়ি, রাঙ্গামাটি   :
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা ওলামা বিভাগের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

১২ জুলাই ২০২৫ ,শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় বাঘাইছড়ি বায়তুস শরফ কমপ্লেক্স মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এ সময় ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইকবাল করিমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহম্মদ।

 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সদর মসজিদের খতীব মাওলানা ফয়জুল আমীন কুতুবী। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহ, সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি আবসার উদ্দিন সহ বিভিন্ন মসজিদের ইমাম ও দলীয় নেতৃবৃন্দ।

 

সম্মেলনে বক্তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরআন ও সুন্নাহ’র ভূমিকা তুলে ধরেন। বিগত ২০২৪ সালের আগস্ট বিপ্লবের শহীদের অবদান কথাও বক্তরা স্মরণ করেন এবং শহীদদের রুহের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

Related Articles

Back to top button