খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা লক্ষীছড়িতে ঈদ উপহার

চেঙ্গী দর্পন প্রতিবেদক,  মানিকছড়ি, খাগড়াছড়ি :
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে এবং পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে লক্ষীছড়ি জোন এর সার্বিক ব্যবস্থাপনায় অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

৫ জুন ২০২৫ বৃহস্পতিবার লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো: তাজুল ইসলাম, পিএসসি,জি উপস্থিত থেকে অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

এ সময় জোন কমান্ডার মানবিক সহায়তা গ্রহণকারী পরিবারবর্গের সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে বলেন, লক্ষীছড়ি জোন কর্তৃক গৃহীত এই উদ্যোগ ঈদের আনন্দকে আরও বৃদ্ধি করবে এবং পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠীর সাথে সেনাবাহিনীর সম্পর্কে আরও সুদৃঢ় করবে। সামাজিক সম্প্রীতি ও মেলবন্ধন গড়ে তুলতে এই ধরনের মহতী কাজে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।

Related Articles

Back to top button