Uncategorizedখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ খাগড়াছড়ির তৃতীয় কাউন্সিল।

  1. খাগড়াছড়ি প্রতিনিধি॥ জমকালো আয়োজন ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার তৃতীয় কাউন্সিল।

 

 

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হলে গিয়ে শেষ হয়।

 

 

পরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার আহ্বায়ক ম্রাচাই মারমা।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কংচাইরি মাস্টার, জেলা পরিষদের সদস্য কংজ প্রু মারমা, সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মিঠুন রাণী ত্রিপুরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

 

বক্তারা বলেন, নারীদের নেতৃত্ব বিকাশ, অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে মারমা মহিলা ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এ ভূমিকা আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

 

 

আলোচনা সভা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তী (২০২৬-২৭) দুই বছরের জন্য ম্রাচাই মারমাকে সভাপতি, মিনুচিং মারমাকে সাধারণ সম্পাদক এবং মিশ্যানু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

 

 

উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Related Articles

Back to top button