বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ পানছড়ির কমিটি গঠন
সভাপতি-পলু ত্রিপুরা, সাধারণ সম্পাদক-সুপ্রিয় ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক- অনিল ত্রিপুরা

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন ২০২৫,শুক্রবার কলাবাগান রেইনবো রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য তপন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাচাং ক্ষনি রঞ্জন ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে ক্ষনি রঞ্জন ত্রিপুরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কুজেন্দ্র লালেরা বিগত ১৫ বছরে পিছিয়ে পরা ত্রিপুরা জনগোষ্ঠীকে আরো পিছিয়ে নিয়েছে। জাতির স্বার্থে পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ জাতীয়তাবাদ দলের সাথে কাজ করছি। আপনারাও যুব পরিষদ আমাদের সাথে কাজ করুন। খাগড়াছড়িতে বিএনপির জেলা সভাপতি ওয়াদুদ ভুইয়ার হাতকে শক্তিশালী করতে সম্মিলিত ভাবে কাজ করে দেশ ও জাতিকে এগিয়ে নেই।
এ সময় সুপ্রিয় ত্রিপুরার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ত্রিপুরা ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখা সভাপতি কিনারাম ত্রিপুরা,সহ-সভাপতি পরম বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক বরুন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক অনজিত ত্রিপুরা, ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিলন কান্তি ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক মতেন ত্রিপুরা, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক বিশ্ব সিন্দু ত্রিপুরা, ত্রিপুরা যুব ঐক্য পরিষদ পানছড়ি শাখার নব গঠিত কমিটির সভাপতি উৎপল ত্রিপুরা (পলু), সাংগঠনিক সম্পাদক অনিল ত্রিপুরা প্রমুখ।
সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্ষনি রঞ্জন ত্রিপুরা পানছড়ি উপজেলা শাখার সভাপতি পদে উৎপল ত্রিপুরা (পলু),সাধারণ সম্পাদক পদে সুপ্রিয় ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক পদে অনিল ত্রিপুরা সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন।