বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি শাখার ১৪ তম কাউন্সিল ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাদশা কুমার সভাপতি ; অপূর্ব ত্রিপুরা সাধারণ সম্পাদক নির্বাচিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি, খাগড়াছড়ি :
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বাত্রিকস) পানছড়ি উপজেলা আঞ্চলিক শাখার ১৪ তম কাউন্সিল ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ ২০২৪, শুক্রবার সকালে বাত্রিকস পানছড়ি উপজেলা আঞ্চলিক শাখা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত , জাতীয় পতাকা উত্তোলন শেষে পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা কবুতর উড়িয়ে ১৪ তম কাউন্সিল অধিবেশনের শুভ উদ্ভোধন করেন।
পরে ত্রিপুরা সংসদ মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার আহবায়ক কিরণ ত্রিপুরার সভাপতিত্বে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাত্রিকস কেন্দ্রিয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বাদশা কুমার ত্রিপুরা, সভাপতি বাত্রিকস পানছড়ি,লতিবান ইউপি চেয়ারম্যান ভুমিধর রোয়াজা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দয়া নন্দ ত্রিপুরা ,কাজল বরণ ত্রিপুরা,জয়া ত্রিপুরা,রিপন ত্রিপুরা ,অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক কিরণ ত্রিপুরা, দেব দিত্র ত্রিপুরা ,ত্রিপুরা যুব কল্যান সংসদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সহ স্থানীয় ত্রিপুরা নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন।
দুপুর ২টায় ২য় অধিবেশনে পানছড়ি উপজেলা আঞ্চলিক শাখার ১৪ তম কাউন্সিল অধিবেশনে কোন প্রতিদ্ধন্ধি প্রার্থী না থাকায় সভাপতি পদে বাদশা কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক পদে অপূর্ব ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক পদে দেব মিত্র ত্রিপুরাকে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির শপথ পাঠ করানো হয়। এ সময় উপজেলার ত্রিপুরা সম্প্রদায়ের পাড়া কার্বারী , নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।