Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

বাংলাদেশ কৃষক লীগ খাগড়াছড়ি জেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সব অর্জনে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত। কৃষিকে আধুনিকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি হালের বলদের অভাবে কৃষক ছেলের কাঁধে জোয়াল তুলে লাঙল টানছে এ ছবি দিয়ে এখন আর সংবাদ হয়না।

১১ মার্চ ২০২৩ শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে বাংলাদেশ কৃষক লীগ খাগড়াছড়ি জেলা শাখা’র বর্ণাঢ্য ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

 

এ দিন সম্মেলনের জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পরপরেই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ. এমপি।

 

জেলা কৃষকলীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য এর সভাপতিত্বে সদস্য সচিব খোকন চাকমা র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ আরও বলেন, আজ জলে, স্থলে ও আকাশে শেখ হাসিনার বিচরণ। বিগত ১৪ বছর পূর্বে পার্বত্য এলাকার দৃশ্য আর আজকের পার্বত্য এলাকার দৃশ্য অসম্ভব রকম ভাবে পরিবর্তন। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। এটা সম্ভব হয়েছে একমাত্র আওয়ামী লীগ সরকারের কারণে। আজ বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখছি। আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ পাবো। তার জন্য আমাদেরকে স্মার্ট হতে হবে। আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার জনবান্ধব ও জনগণের সরকার।

 

সভা শেষে সভাপতি হিসেবে পিন্টু ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি তাজ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক হিসেবে খোকন চাকমা সহ ৫সদস্য বিশিষ্ট জেলা কৃষকলীগের নাম ঘোষণা করা হয়। আগামী ৩মাস পরে পূর্ণাঙ্গ কমিটিদের নাম পাঠানো হবে।

 

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি , মিজ বাসন্তি চাকমা এমপি, কৃষক লীগ সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের আহ্বায়ক আকবর আলী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক ও সমন্বয়ক রেজাউল করিম রেজা প্রমুখ।

Related Articles

Back to top button