চট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক , বাঁশখালী , চট্টগ্রাম  :
চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল রইব্বার ঝিরি পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

 

১৬ মার্চ ২০২৪, শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে সংগঠিত হাতির আক্রমণে নিহত আজগর হোসেন (৬৫) পূর্ব চাম্বল খলিফা পাড়া এলাকার মৃত পুতন আলীর পুত্র। এদিকে গত কয়েক মাস যাবত বাঁশখালীর পাহাড়ি এলাকা ও পাদদেশে একদল বন্য হাতির পাল ব্যপক তাণ্ডব চালিয়ে জন বসতির ক্ষয়ক্ষতি সাধন করে আসছিলো।

 

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব চাম্বল গ্রামের আজগর হোসেন প্রতিদিনের মত রাতে জঙ্গল চাম্বল পাহাড়ী এলাকায় তার সবজি ক্ষেত পাহারা দিতে পাহাড়ের পাদদেশে যায়। পথিমধ্যে বন্য হাতির পালের সামনে পড়ে গেলে তাকে আক্রমণ করে হাতির পালটি। হাতির পালের পায়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ঘটনাস্থল হতে আজগর হোসেনের রক্তাক্ত দেহ উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে জানতে চাইলে অভায়ারণ্য রেঞ্জের জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, শনিবার বিকেলে স্থানীয় কৃষক আজগর হোসেন পাহাড়ের ঢালুতে সবজিক্ষেতে কাজ করার সময় বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শ্রিগ্রই কৃষক আজগর হোসেনর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান দেওয়া হবে বলেও তিনি জানান।

Related Articles

Back to top button