বলিপাড়া নারী কল্যাণ সমিতির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার,থানচি বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলা কৃতি সন্তান হ্লাসিংনু মারমা হাতে গড়ার বলিপাড়া নারী কল্যাণ সমিতির বিএনকেএস ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উড়যাপন করা হয়েছে।
থানচি উপজেলা অফিসে মঙ্গলবার সন্ধ্যায় কেক কেটে শুভ উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি মংবো ওয়াংচিং মারমা অনুপম।
এ সময় অন্যান্যদের মধ্যে এনজিও সংস্থা এমসিবিপি (এনডিপি)উপজেলা সমন্বয়ক,হ্লাথোয়াইপ্রু মারমা ,পিআরএলসি প্রকল্পের পেরামেডিক উসাইনু মারমা,,থানচি সদর ইউনিয়নে অর্গানিজার সাঅংসিং মারমা, রেমাইক্রি ইউনিয়ন অর্গানিজার ঙৈচং ম্রো সহ বিএনকেএস পিআরএলসি প্রকল্পের সহকর্মী উপস্থিত ছিলেন।
এই প্রতিষ্ঠানটি ১৯৯১ সালে প্রতিষ্ঠার লগ্নে দুর্গম পাহাড়ি অঞ্চলে অসহায় মানুষদের সহায়তা প্রদান একটি প্রশংসনীয় প্রতিষ্ঠান। সাধারণত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা একটি ঐতিহ্যগত অনুষ্ঠান, যা আনন্দ উদযাপন এবং সাফল্য উদযাপন হিসেবে অনুষ্ঠিত হয় এবং আগামী দিন গুলোকে আরও সুন্দর স্বপ্ন দেখা। এছাড়া, দুর্গম পাহাড়ি অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যেমন তাদের জন্য খাদ্য, চিকিৎসা সেবা, বা অন্যান্য মানবিক সহায়তা প্রদান, তা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ন। এটিবিএনকেএস-এর সামাজিক দায়িত্ব পালন এবং জনগণের প্রতি তাদের দায়িত্বশীলতার প্রতিফলন।