বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , বান্দরবান:
বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা দেশের সীমানা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা, কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় থানচির বলিপাড়া জোনের ব্যবস্থাপনায় বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলার বলিপাড়া জোনের সার্বিক ব্যবস্থাপনায় গত ১৬ আগস্ট ২০২৫ বিকালে বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ থানচি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
খেলায় বলিপাড়া একাদশ মুখোমুখি হয় মোরং স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই আক্রমণাত্মক খেলার মাধ্যমে বলিপাড়া একাদশ প্রতিপক্ষকে চাপে রাখে এবং শেষ পর্যন্ত ৫-০ গোলের ব্যবধানে মোরং স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের পারফরম্যান্সে মাঠে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। খেলাধুলার আয়োজন স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করছে এবং আস্থা বৃদ্ধি করছে।
এই আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। তারা বিজিবি’র এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বর্ডার গার্ড বাংলাদেশ বিশ্বাস করে, খেলাধুলা সমাজ থেকে অপরাধ ও কুসংস্কার দূর করতে কার্যকর ভূমিকা রাখে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।