Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি বিজিবি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
বিগত কয়েক দিনের টানা ভারী বর্ষণে খাগড়াছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় জনসাধারণ পানি বন্দি হয়ে পড়েছে । বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি এলাকার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

 

২৩ আগস্ট শুক্রবার বিকালে খাগড়াছড়ি জেলা সদরের বন্যাদুর্গত ১২৫টি অসহায় পরিবারে মাঝে জরুরী খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, আলু ও পিয়াজ বিতরণ করেছে বিজিবি। ।এছাড়াও ৩২ বিজিবি এর অধীনস্থ ডাইন চন্দ্রবাড়ী, রুপসেন পাড়া এবং নন্দকুমার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় পরিবারের মাঝেও শুকনা খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ি ও খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর ব্যবস্থাপনায় উক্ত মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

 

এ সময় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক,সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ শাফায়াত জামিল অর্নবসহ অন্যান্য অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে পরিশেষে খাগড়াছড়ি ব্যাটালিলয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে জনগনের পাশে থেকেছে। বর্তমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি’র এই সহায়তা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে ৷

Related Articles

Back to top button