Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

বড়পিলাক ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভোট ফর ধা‌নের শীষ নির্বাচনী প্রচারণা শুরু

গুইমারা , খাগড়াছড়ি:
আগামী ত্র‌য়োদশ জা‌তীয় সংসদ নির্বাচ‌নকে সামনে রেখে ধা‌নের শী‌ষের প‌ক্ষে জনমত গঠন কর‌তে উপজেলা জু‌ড়ে ব‌্যাপক গণসং‌যোগ চা‌লি‌য়ে যা‌চ্ছে গুইমারা উপজেলা বিএন‌পি।‌ বিএন‌পির ভারপ্রাপ্ত‌ চেয়ারম‌্যান তা‌রেক রহমানের নি‌র্দে‌শিত ৩১ দফার বাস্তবায়ন এবং খাগড়াছ‌ড়ি আস‌নের এম‌পি প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী কর‌তে “ভোট ফর ধা‌নের শীষ , ভোট ফর ওয়াদুদ ভূইয়া ” ক‌্যা‌ম্পেইন ক‌র‌ে চল‌ছে বিএন‌পি ,যুবদল, সেচ্ছা সেবক দল, শ্রমিক দল, কৃষকদল, মৎস্যজীবী দল,ছাত্রদল ও সকল সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা।‌

 

 

 

এরই ধারাবাহিকতায় ৮ নভেম্বর (শনিবার) খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তরব আলী ও সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জলিল এবং বড়পিলাক ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ মুখলেছ মিয়ার উদ্যোগে হাফছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বড়পিলাক এর কেন্দ্রীয় মসজিদ থেকে চেঙ্গী পাড়ার সিমানা পর্যন্ত এলাকায় ধানের শীষ প্রতীকে দিনব্যাপী এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

 

 

লিফলেট বিতরণ কর্মসূচিতে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তরব আলী বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি। পার্বত্য জেলায় স্থায়ী শান্তি সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ওয়াদুদ ভূঁইয়ার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে পাহাড়ের কিংবদন্তি পুরুষ জননেতা ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানাচ্ছি।

Related Articles

Back to top button