Breakingদুর্ঘটনাসারাদেশ

ফেনীতে রেল ও পিকআপ সংঘর্ষে নিহত ১

চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার, ফেনী : ফেনীতে রেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আবদুল হালিম নামে পিকআপ চালক নিহত হয়েছেন।

১৭ফেব্রুয়ারি ২০২২ বৃহষ্পতিবার ভোর ৪ টার দিকে শহরতলির বারাহীপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর জিআরপি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, দ্রুতগতির একটি পিকআপ বারাহীপুর রেলক্রসিং অতিক্রম করার সময় গেইট ভেঙ্গে রেললাইনের উপর উঠে যায়। এৎসময় চট্টগ্রামমুখি মহানগর এক্সপ্রেস ট্রেনটি পিকআপকে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে মুছড়ে লাইনের পাশে ছিটকে পড়ে।

পিকআপ চালক আবদুল হালিম , গাড়িতে থাকা দুই ব্যবসায়ী হাসান ও সোহেল রানাকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক পিকআপ চালক আবদুল হালিমকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত পিকআপ চালক আবদুল হালিম কুমিল্লার কোতোয়ালি থানার আলেখাচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। আহত হাসান কুমিল্লা ব্রাক্ষনপাড়া টাকই গ্রামের বাসিন্দা ও সোহেল রানা ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা ।

ফেনীর বারাহীপুর রেলক্রসিং এলাকার দায়িত্বে থাকা গেটম্যান জীবন জানান, ট্রেন আসার আগেই গেট বন্ধ করা হয়েছে। কিন্তু পিকআপটি দ্রুত গতিতে এসে গেট ভেঙে লাইনের ওপর উঠে যায়। এতে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

জিআরপি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম আরও জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Related Articles

Back to top button