ফেনীতে বিভিন্ন প্রজাতির বন্য পাখি উদ্ধার
চেঙ্গী দর্পন,স্টাফ রিপোর্টার, ফেনী : জেলার মহিপাল এলাকা থেকে বিভিন্ন প্রজাতির ১৫৭ টি বন্য পাখি উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অং প্রু মার্মার নেতৃত্বে বিশেষ অভিযানিক টিম ফেনীর মহিপাল সংলগ্ন মধ্যম চাড়ীপুর ১২নং ওয়ার্ড দুলাল মিয়া কলোনীতে অভিযান পরিচালনা করে কলোনীর একটি টিনশেড থেকে বিভিন্ন ধরনের ১৫৭ টি বন্য পাখি উদ্ধার করে।
ফেনী সদর থানার ওসি নিজাম উদ্দিন জানান , উদ্ধারকৃত চন্দন টিয়া, হিরামন , মুনিয়া, দেশি টিয়া ও দেশি শালিক রয়েছে। বন্য পাখি বেচাকেনার অভিযোগে আতাহার আলী সিকদার (৪২) নামে একজনকে আটক করা হয়েছে । সে খুলনার সোনাডাঙ্গা উপজেলার দীল মোহাম্মদের ছেলে।
আতাহার আলী সিকদার বগুড়া, রংপুর ও ঢাকা থেকে এই বন্য পাখিগুলো সংগ্রহ করে ফেনীর বিভিন্ন এলাকা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে।