Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে খেলাঘরের বিক্ষোভ

চট্টগ্রাম:
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা, শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি।

১০ নভেম্বর ২০২৩ , শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

 

ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের শিশু এবং গণহত্যার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শিশু-কিশোরেরা অংশগ্রহণ করে। শিশু-কিশোররা ইসরায়েলের নৃশংসতা-বর্বরতা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানায়।

 

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যেভাবে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে তা ন্যক্কার জনক। প্রতিদিন ইসরায়েলের তাণ্ডবে ফিলিস্তিনে হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে অধিকাংশই শিশু ও নারী। এই গণহত্যায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে মদদ যোগাচ্ছে। ঘোষণা দিয়ে এমন নির্মম গণহত্যা বিশ্ব ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা। যার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোভূক্ত দেশগুলোর নগ্ন চেহারা আমাদের সামনে উদাম হয়ে পড়েছে। বক্তারা আরো বলেন, ইসরায়েল আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করে ফিলিস্তিনের হাসপাতালে পর্যন্ত ন্যক্কার জনক ভাবে বোমা হামলা করেছে। যুদ্ধে হাসপাতালে হামলা আন্তর্জাতিক যুদ্ধনীতির লঙ্ঘন। ইসরায়েল শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বক্তারা ফিলিস্তিনির নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সারা বিশ্বের মানুষের প্রতি আহ্বান জানান।

 

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলাল’র সভাপতিত্বে এবং সম্পাদকমন্ডলীর সদস্য প্রীতম দাশ’র সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী সেন, চন্দন পাল, জাতীয় পরিষদ সদস্য দেবাশীষ রায়, চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, সম্পাদকমন্ডলীর সদস্য শরণ বড়ুয়া, জয়ন্ত রাহা, উষারআলো খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক জোবেদা খানম, পদ্মকুঁড়ির সহ-সভাপতি সুচিত্রা গুহ টুম্পা, কপোতমালার সাধারণ সম্পাদক জুলফিকার আলী মুন্না, ঝিনুককুঁড়ির সহ-সভাপতি বাবলু দাশ, জুঁই খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন শীল। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রনব চৌধুরী। এছাড়া সমাবেশে শিশু-কিশোরদের মধ্যে বক্তব্য রাখেন তাজরিয়ান মাহমুদ রঙধনু, অরবীন চৌধুরী, তুর্য রাহা, প্রত্যয় নন্দী, মাসরুবা ইব্রাহিম, কারুণ্য খাস্তগীর ও ওয়াজিফা মাহমুদ তারা।

Related Articles

Back to top button