Breakingসারাদেশ

ফিলিস্তিনে ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুর :
ফরিদপুরের সদরপুরে গাজায় দখলদার ইসরাইলী আগ্রাসন ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে সংহতি সমাবেশ ও একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

২২ অক্টোবর রবিবার বিকেল ৩ টায় সদরপুর উলামা পরিষদের উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের সকল নেতাকর্মীসহ এলাকার কয়েক হাজার মুসলিম তৌহিদি জনতা অংশ গ্রহণ করেন।

 

দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে সদরপুর স্টেডিয়ামে জড়ো হয়। এরপর মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে কুরআন তেলাওয়তের মধ্যদিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা মোজাফফর হোসাইন, মাওলানা রাশেদুল ইসলাম, মুফতি আখতার হুসাইন, মুফতি জাবের হুসাইন, মাওলানা ফরিদ উদ্দিন মুন্সী প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সদরপুর শহরের প্রধান সড়কে উপজেলা পরিষদ, সদরপুর থানা হাসপাতালের মোড় এলাকা প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে মোনাজাতের মাধ্যমে সমাবেশের পরিসমাপ্তি হয়।

এসময় বক্তারা বলেন,দখলদার ইহুদিবাদী ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা উপত্যাকায় আবারও নির্বিচারে বোমা হামলা করে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। সংঘটিত হামলা এবং এতে সমর্থনকারী ওইসব দেশের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

Related Articles

Back to top button