Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ফটিকছড়ি ,চট্টগ্রাম:
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি ” স্লোগানকে সামনে রেখে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার ( ১০ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক।

 

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, স্থানীয় লেলাং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, মাস্টার জসীম উদ্দীন, সমাজ সেবক সুজন কুমার।নাথ প্রমুখ।

 

প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, স্থায়ী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী সহ আরো অনেক।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এমরান ফরহাদ, মুহাম্মদ নাছির উদ্দিন, সাইফুর রহমান সোহান, আলমগীর নিশান,আনোয়ার হোসেন ফরিদ, আহমেদ এরশাদ খোকন, মোস্তাফা কামরুল, শাহনেওয়াজ নাজিম, দৌলত শওকত, মো. জুনায়েদ, ফজলুল করিম ও আব্দুল কাদের চৌধুরী।

 

পরে বিদ্যালয় মাঠে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের বৃক্ষ রোপনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

Related Articles

Back to top button