Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনা

ফটিকছড়িতে সড়ক কাভার ভ্যান- মোটর সাইকেলের সংঘর্ষে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি , ফটিকছড়ি ,চট্টগ্রাম :
চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি কাভার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিনহাজ উদ্দিন (১২) নামে এক কিশোর নিহত হয়েছেন।  এ ঘটনায় কাজী তানভীর হোসেন নামে আরেকজন গুরুতর আহত হয়।

 

২১ সেপ্টেম্বর ২০২৫ ,রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের কাজিরহাট বাজারের দক্ষিণ প্রান্তে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. মিনহাজ উদ্দিন (১২) ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কইয়া পুকিয়া এলাকার মো. হাশেমের ছেলে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মিনহাজ উদ্দিন ও তানভীর মোটর সাইকেল নিয়ে ফকিরহাট যাওয়ার পথে উত্তর দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনহাজ উদ্দিন মারা যান এবং তানভীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত তানভীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক গাড়ি রেখে পালিয়ে যায়।  এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button