Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতি

ফটিকছড়িতে মব সৃষ্টি করে অস্ত্রধারীকে পুলিশের কাছ থেকে ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি , চট্টগ্রাম:
ফটিকছড়িতে মব সৃষ্টি করে অস্ত্রধারী এক যুবককে পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

 

২৮ আগস্ট ২০২৫ ,বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে বেলাল নামের স্থানীয় এক ব্যক্তির সাথে শাকিল নামের অপর এক ব্যক্তির মধ্যে জায়গা জমির বিরোধ ঘিরে উত্তেজনা চলছে।

 

এমন খবর পেয়ে ফটিকছড়ি থানা থেকে এস আই রাজ্জাক ও মাহবুব সরোয়ার ঘটনা স্থলে যান। এ সময় পুলিশ শাকিলের কোমরে অস্ত্র সাদৃশ্য কিছু দেখতে পেয়ে সন্দেহ করে। তখন শাকিল বিষয়টা আঁচ করতে পেরে দ্রুত স্থান ত্যাগ করলে পুলিশ তার পিছু নেয়। শাকিল দৌড়ে গিয়ে কিছু দুরে চৌমুহনী বাজারের একটি টেইলার্সের দোকানে ঢুকে পড়ে। সেখানে পুলিশ গিয়ে শাকিলের মায়ের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

 

এ সময় পুলিশ শাকিল ও তার মাকে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে উপস্থিত কয়েক জন যুবক মব সৃষ্টি করে পুলিশের উপর চড়াও হয়ে তাদের ছিনিয়ে নেয়।

 

ইতিমধ্যে বিষয়টি অবগত হয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে থানার ওসি উপস্থিত হলে শাকিল ও মব সৃষ্টিকারিরা সেখান থেকে পালিয়ে যায়।

 

ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে থানা থেকে দুইজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে একজনের কোমরে অস্ত্র থাকায় পুলিশ।তাকে আটকের উদ্যোগ নিলে অস্ত্রধারী দ্রুত সটকে পড়ে। এসময় পুলিশ তার পিছু নিয়ে চৌমুহনী বাজারের একটি দোকান তাদের ব্যারিকেড দিতে সক্ষম হয়। সেখানে শাকিলের মায়ের কাছ থেকে তিনটি কার্তুজ সহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে মা-ছেলেকে থানায় নিয়ে আসতে চাইলে কতিপয় ব্যক্তি জোর জবর দস্তি করে তাদের ছিনিয়ে নেয়। এ ঘটনার পর শাকিল সহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button