Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি চট্টগ্রাম:
ফটিকছড়িতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে তিন বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

১৭ জুন ২০২৫ ,মঙ্গলবার সকালে উপজেলা সদর বিবির হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

 

 

অভিযান সুত্রে যায়, বেকারিগুলোর অভ্যন্তরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী, স্যাত স্যাতে ও নোংরা স্থানে খাদ্য সামগ্রী সংরক্ষণের নিয়মনীতি লঙ্ঘন করায় কলেজ রোডের মমতাজ বেকারি, অনিল বেকারি ও আবুল হোসেন বেকারিকে ভোক্তা অধিকার আইনে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

বিষয়টি স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জন সাধারণকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং চালিয়ে যাচ্ছে।

Related Articles

Back to top button