ফটিকছড়িতে পিস্তল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি ,ফটিকছড়ি ,চট্টগ্রাম :
চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন থানার সহকারী পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সমুন দে জানান এ ঘটনায় ৫ জনের নাম সুনির্দিষ্ট ভাবে উল্লেখ এবং আরো কয়েকজনকে অজ্ঞানামা আসামী করে মামলাটি দায়ের করা হয়। সুনির্দিষ্ট আসামিরা হলেন-মো. শাকিল (৩২), তার মা রহিমা বেগম (৫৫), মো. মহিন উদ্দিন, মো. হাবীব (৪৫), মো. আক্কাস (৩৫)।
এদিকে,প্রধান আসামী শাকিলসহ অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তদন্তকারী এ কর্মকর্তা।
উল্লেখ্য-২৮ আগস্ট বিকালে ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাদামতলী এলাকায় জায়গা জমি সংক্রান্ত সৃষ্ট ঘটনায় শাকিল নামে এক যুবক কোমরে পিস্তল নিয়ে উপস্থিত হয়। সেটি উপস্থিতপুলিশ সদস্যদের নজরে আসে। তখন শাকিলকে পুলিশ আটক করতে চাইলে সে দৌড়ে পালিয়ে যায়।পরে তাকে স্থানীয় চৌমুহনী বাজারের একটি দোকনে আটকানো হয়। সেখানে শাকিলের মায়ের নিকট থেকে পুলিশ তিনটি কার্তুজসহ।একটি নাইন এমএম বিদেশী পিস্তল উদ্ধার করলেও আসামীদের মব সৃষ্টি করে ছিনিয়ে নেয় কতিপয় যুবক।