চট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

ফটিকছড়িতে খালে গোসলে নেমে নানি-নাতনির মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ,ফটিকছড়ি , চট্টগ্রাম :
চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে গোসল করতে নেমে নানি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

১৬ জুন ২০২৫ ,সোমবার দুপুর ১টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মানিক পুর গ্রামের ধুরুং খাল- মানিকছড়ি ছাড়ার মুখে এ ঘটনা ঘটে।

 

নিহত নানি শাহনু আক্তার (৫০) কাঞ্চননগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জনৈক বদিউল আলমের স্ত্রী ও নাতনি মুনতাহা (৭) একই এলাকার প্রবাসী মোহররম আলির মেয়ে।

 

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে ধুরুং খালে নানি ও দুই নাতনি মিলে গোসল করতে যায়। সেখানে এক নাতনী মুনতাহা ডুবে গেলে নানি উদ্ধারে নেমে তিনিও খালের পানিতে তলিয়ে যান। অপর নাতনি সুমাইয়া (১০) বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা উদ্ধারে নেমে সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে প্রথমে নানি শাহনু আকতার , আরো এক ঘন্টা পর নাতনি মুনতাহার লাশ উদ্ধার করেন।

 

ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি দল না থাকায় তারা কাার্যক্রম চালাতে পারেনি।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

Related Articles

Back to top button